ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে নেপাল রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে নেপাল রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশি নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. চপ লাল ভূষাল। এ সময় তার সঙ্গে স্ত্রীও উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনে সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নেপালের বিদায়ী রাষ্ট্রদূত বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীর সহযোগিতার কথা উল্লেখ করেন।

সাক্ষাতে জলবিদ্যুৎ সহযোগিতাসহ যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আলোচনা হয়।

বিদায়ী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী নেপাল। নেপালে অনুষ্ঠেয় বিজনেস সামিটে বাংলাদেশের ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রস্তাব গুরুত্ব পাবে।

নেপালকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পুনরায় প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। যেখান থেকে নেপাল যেতে মাত্র ২০ মিনিট সময় লাগবে।

আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিবিআইএন এর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে অধ্যয়নরত ৪ হাজার নেপালিজ শিক্ষার্থীকে ফুলটাইম ভিসা দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন রাষ্ট্রদূত।

শেখ হাসিনাকে এ অঞ্চলের আঞ্চলিক নেতা হিসেবে উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত বলেন, শেখ হাসিনার বর্তমান আমলে নেপাল এবং বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।