ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যেকোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
যেকোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে  সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নিরাপদ এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সব কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় তিনি বলেন, যেকোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

বুধবার (১৬ জানুয়ারি) সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  

মন্ত্রী আরও বলেন, খাদ্যে ভাজাল রোধে সভা সেমিনারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখতে হবে।

আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতে জিরো ট্রলারেন্স।  

পাশাপাশি সাংবাদিকদের খাদ্য নিয়ে সংবাদ পরিবেশনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।  

জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ইকবাল হোসেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী, সিভিল সার্জন ডা. মোমিনুল হক, নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কামাল হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।