ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে পৌনে ২ লাখ শিশু খাবে ভিটামিন 'এ' ক্যাপসুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
মানিকগঞ্জে পৌনে ২ লাখ শিশু খাবে ভিটামিন 'এ' ক্যাপসুল মতবিনিময় সভামতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ১ লাখ  ৮৪ হাজার  ৩৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আগামী শনিবার (১৯ জানুয়ারি)।

বুধবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবে জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) উপলক্ষে এ সভায় আয়োজন করা হয়।

সভায় সিভিল সার্জন অফিসের ডাক্তার সালমুন নাহার জানান, এ কর্মসূচি সফল করতে জেলার একটি পৌরসভার ৪৭ টিকাদান কেন্দ্রসহ ৬৫টি ইউনিয়নে মোট ১৬৯৩ টি কেন্দ্রে ৩ হাজার ৩৮৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার সরকার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সভাপতি সুরুয খান, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।