বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে জিরো পয়েন্ট থেকে সচিবালয় হয়ে প্রেসক্লাব পর্যন্ত বিভিন্ন অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন।
এসময় প্রায় ৬০ থেকে ৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
মাসুদ রানা বাংলানিউজকে বলেন, অবৈধভাবে দখল করা জায়গা দখলমুক্ত করতেই এ অভিযান। বিশেষ করে সচিবালয়ের পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক এবং প্রেসক্লাব লাগোয়া ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হোটেল উচ্ছেদ করছি আমরা। শুধু উচ্ছেদ করে চলে যাচ্ছি না বরং কিছুক্ষণ পরপরই সড়কগুলোতে নজর রাখছে আমাদের লোকেরা। আমরা চলে যাওয়ার পর আবারো যদি কেউ বসার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাসুদ রানা আরো জানান, এখন পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে কাউকে আটক বা অর্থ জরিমানা করা হয়নি।
অবৈধ স্থাপনার বিরুদ্ধে এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৪ জানুয়ারি ১৬, ২০১৯
এসএইচএস/এএ