বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ও হাজিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাছের খামারটিতে বিষ ঢেলে দেয়।
মাছ চাষি শাহ আলম জানান, ৫ একর জমিতে খামার করে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন তিনি। রাতের আঁধারে দুর্বৃত্তরা তার মাছের খামারটিতে বিষ ঢেলে দেয়। এতে খামারের সব মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়।
হাজিরহাট তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরা মাছ দেখেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসআর/আরবি/