ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তজুমদ্দিন আগুনে পুড়লো ৩০ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
তজুমদ্দিন আগুনে পুড়লো ৩০ দোকান তজুমদ্দিন আগুনে পুড়লো ৩০ দোকান

ভোলা: ভোলার তজুমদ্দিনে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও ক্ষতিগ্রস্তরা। 

বুধবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণবাজার এলাকায় লাগা এ আগুনে একাধিক কাপড়, মুদি, পার্টস, বেকারি, ইলেকট্রনিক্স ও কনফেকশনারি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে তজুমদ্দিন বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারপাশের ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ৩০টি দোকান পুড়ে যায়।

তজুমদ্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আগুনে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে গত এক সপ্তাহে ভোলা সদর ও তজুমদ্দিনে শতাধিক দোকান ভস্মিভূত হলো।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।