বুধবার (১৬ জানুয়ারি) দিনত রাত পৌনে ৯টার দিকে মরদেহটি ভারতের হলদিবাড়ী থানা পুলিশের মাধ্যমে বিএসএফের সদস্যরা বিজিবি- ৫১ ঠাকুরগঞ্জ ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
এসময় ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরের মধ্যে খলিলুরের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোরে বিজিবি-৫১ এর আওতাধীন সীমান্তের ৭৯১/সিক্স এস নম্বর পিলারের কাছে ভারতীয় অংশের কাঁটা তারের বেড়ার ভেতরে বিএসএফের গুলিতে নিহত হন খলিলুর। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এএটি