ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলে যাওয়া হলো না হৃদয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
স্কুলে যাওয়া হলো না হৃদয়ের হৃদয়ের মরদেহ। ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হৃদয়। স্কুলে ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশে রওনা হলেও স্কুলে আর যাওয়া হলো না তার। পথেই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি কেড়ে নিলো ছোট্ট হৃদয়ের প্রাণ। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হৃদয় চরপাড়ার মণ্ডলপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে।

সে কুশাবাড়ীয়া-চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।  

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে হৃদয় বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথে চরপাড়া মোড়ে একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।  

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।