ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
আদিতমারীতে ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার আটক পাইলট। ছবি-বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সম্রাট খ্যাত মোহাম্মদ হোসেন পাইলট ওরফে মাদক পাইলটকে (২৮) ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের বনচৌকী রাইস মিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ হোসেন পাইলট উপজেলার মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবিয়ার রহমান প্রামাণিকের  ছেলে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, উপজেলার মহিষখোচা এলাকার লোকজন পাইলটকে মাদক সম্রাট বা মাদক পাইলট হিসেবে চেনে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন পাইলট ও মাদক ডন খ্যাত সুমন। জামিনে মুক্তি পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন তারা। দুপুরে পাইলট ও সুমন ফেনসিডিলের একটি চালান নিয়ে মোটরসাইকেলে বনচৌকী এলাকা দিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ পাইলটকে আটক করতে পারলেও মোটরসাইকেল নিয়ে সুমন পালিয়ে যান।

তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগের আরো এক ডজন মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।