বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসা তিরিঙ্ক এ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসা তিরিঙ্ক।
দু’জনেই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসা তিরিঙ্ক বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য তারা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
টিআর/এএ