ছবি: সংগৃহীত
সাতক্ষীরা: সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। তবে, এসময় তারা কোনো চোরা শিকারীকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে সুন্দরবনের গহীনের তেরকাটি খাল থেকে এই মাংস জব্দ করা হয়।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার কে এম কবির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা তেরকাটি খালে অভিযান চালান।
এ সময় দুই চোরা শিকারী নৌকা ফেলে বনের ভেতর পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংস সাতক্ষীরা কোর্টে জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৯
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।