বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১২ টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
আশীষ জেলা সদরের আমতলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত খিতিশ চন্দ্র সাহা’র ছেলে।
এদিকে স্থানীয়দের কাছ থেকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান।
বাংলানিউজকে ওই পুলিশ কর্মকর্তারা জানান, প্রতিদিনের মতো কর্মস্থলে নিজের দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন দোকান কর্মচারী আশীষ। পরে পথিমধ্যে কে বা কারা তাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায়।
রক্তমাখা মরদেহের পাশ থেকে তরিতরকারি ভর্তি একটি ব্যাগসহ একটি টর্চ লাইট, বিড়ির প্যাকেট উদ্ধার করে পুলিশ। তবে এ সময় নিহতের ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়নি।
হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে অভিযানে নেমেছে পুলিশ। পাশাপাশি মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৯
এমএমএস