না কোনো ডাকাতি, না কোনো বিপদ। ওই বাড়ির মালিক এবং তার একজন ভাড়াটিয়ার মধ্যে ঝগড়ার জেরেই ঘটে গেছে এমন তুলকালাম।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বাংলানিউজকে জানান, ওই বাড়ির মালিক ডা. রফিকুল ইসলামের সঙ্গে তার একটি ফ্ল্যাটের এক ভাড়াটিয়ার ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার দুই পক্ষের লোকজন সে বাড়িতে জড়ো হলে হট্টগোল শুরু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই।
বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি কাউসার।
আদাবর থানার ডিউটি অফিসার নিশাত জাহান বাংলানিউজকে জানান, জরুরি সেবার নম্বর ৯৯৯ লাইনে ফোন করে বলা হয়েছিল ১৪ নম্বর রোড এলাকার একটি বাড়িতে ডাকাতি হচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই বাড়ি ঘিরে ফেলে। পরে জানতে পারি কোনো ডাকাতির ঘটনা নয়, ভাড়া নিয়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে দ্বন্দ্বের জেরে এমনটি ঘটেছিল।
এ নিয়ে ঘটনাস্থলে জড়ো হওয়া ওই এলাকার কয়েকজন বাসিন্দা বিরক্তি প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এজেডএস/এইচএ/