ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কদমতলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
কদমতলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

ঢাকা: রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার (১৯ জানুয়ারি) দিনগত রাতে মাতুয়াইল গিরিদারা ওভারব্রিজ সংলগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃত পাঁচজন হলেন- ইকবাল হোসেন (৫০), মেহফুজ আহমেদ (২৩), আশিক হোসেন (২৫), আবুল কাশেম (২৭) ও কাউছার হোসেন (২২)।

এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকল, ছয়টি মোবাইল এবং নগদ ২ লাখ ২ হাজার ৫৮০ উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি আশরাফি তানজিনা জানান,  আটককৃতরা পেশাদার মাদকবিক্রেতা। তারা কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।

র‌্যাবের অভিযানের সময় কবির আহম্মদ (৪০) ও আনিছুর রহমান (৩০) নামে আরও দু’জন মাদকবিক্রেতা পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।