আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পর্যন্ত তার বিচার করেছে কয়েকবার। তারপরেও তাকে শাসন করা যায়নি।
শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে কৌশলে স্বামীকে ঘরে ডেকে এনে ধারালো ব্লেড দিয়ে পোঁচ দেন পুরুষাঙ্গে। এসময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রঞ্জিত মিয়াকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এভাবেই ঘটনা এবং স্বামীর জীবন কাহিনী বর্ণনা করেন পুলিশের হাতে আটক প্রথম স্ত্রী খোঁসজান নেছা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ জানুয়ারি) শেষ রাত ৩টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়ায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিডি দাশ পিকলু বাংলানিউজকে জানান, রঞ্জিত মিয়ার পুরুষাঙ্গের ৯৫ ভাগ কেটে গেছে। প্রাথমিকভাবে সেটি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুরে পাঠিয়ে দেওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার তৃতীয় স্ত্রী কমেলা খাতুন।
স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনার পর রাতেই রঞ্জিত মিয়ার প্রথম স্ত্রী খোঁসজান নেছাকে আটক করা হয়েছে।
স্থানীয় কাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) আনারুল ইসলাম বাংলানিউজকে জানান, ৩০ বছর সংসার জীবনে তিনি ছয়টি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী খোঁসজান নেছা, দ্বিতীয় স্ত্রী লিপিয়ারা খাতুন, তৃতীয় স্ত্রী কমেলা খাতুন, চতুর্থ স্ত্রী যশোরের আনজিরা খাতুন, পঞ্চম স্ত্রী কহিজান নেছা ও শেষ স্ত্রী চরগোয়ালগ্রামের পানছুরা কাতুন।
রঞ্জিত মিয়া পেশায় একজন মুরগি ব্যবসায়ী। হাতে কিছু টাকা পয়সা পেলেই তিনি বিয়ে করেন।
কমেলা খাতুন বাংলানিউজকে বলেন, আমাকে বিয়ে করেছেন আটাশ বছর আগে। আমার এক ছেলে রয়েছে। আমাকে নাবালক ছেলেসহ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি লোকের বাড়িতে কাজ করে, ছাগল-গরু চরিয়ে, লোকের বাড়ি দুক ধান্দা করে জীবন কাটিয়েছি।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
আরএ