ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত ৩ দুর্ঘটনা কবলিত বাস। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

শনিবার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুঘর্টনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী পথচারী রয়েছেন।

বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকা থেকে মায়ের দোয়া পরিবহন নামে বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। গৌরিপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এলে এক নারী পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই পথচারীসহ বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত ১২ জন যাত্রী।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।