ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় ১০ দিনব্যাপী পুষ্পমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
পাবনায় ১০ দিনব্যাপী পুষ্পমেলা শুরু পুষ্পমেলা। ছবি: বাংলানিউজ

পাবনা: নানা রংয়ের বর্ণিল ফুলের সমারোহ নিয়ে পাবনায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী পুষ্প মেলা ২০১৯। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও নার্সারি মালিক সমিতির যৌথ আয়োজনে এ মেলায় ১৬টি স্টল ফুলের পর্ষদ সাজিয়ে বসেছে। 

শনিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।  

এসময় মেলা প্রাঙ্গনে উপস্থিত সুধী ও খামারিদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে মেলার উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক আজাহার আলী।

পুষ্পমেলা।                                          ছবি: বাংলানিউজউদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারের ক্রমবর্ধমান চাহিদায় ফুল চাষ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমাদের সামাজিক এবং দিবস ভিত্তিক প্রত্যেক অনুষ্ঠানে ফুল অতিব প্রয়োজনীয় হয়ে পড়েছে। ফুলের চেয়ে ভালো উপহার আর কিছু নেই। পুষ্পমেলা শৌখিন ও বাণিজ্যিক ফুল চাষিদের বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফুলের সঙ্গে পরিচিত করবে। শুধু ফুল চাষিই না যারা শৌখিন ফুলপ্রেমী তারাও এ মেলায় এসে উপকৃত হবেন। একসঙ্গে অনেক ফুল এবং গাছ দেখে স্বল্পমূল্যে তারা গাছও সংগ্রহ করতে পরবেন।

প্রথম দিন থেকেই মেলায় বিভিন্ন বয়সের ফুলপ্রেমী দর্শনার্থীরা ভীড় করছেন। গাঁদা, বেলি, ডালিয়া, হাসনাহেনা, সূর্যমুখীর পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি ফুলের চারাও পাওয়া যাচ্ছে স্টলগুলোতে। পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে মেলার পরিসর বাড়ানোর প্রত্যাশা আয়োজকদের। ১০ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৮ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।