শনিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় মেলা প্রাঙ্গনে উপস্থিত সুধী ও খামারিদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারের ক্রমবর্ধমান চাহিদায় ফুল চাষ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমাদের সামাজিক এবং দিবস ভিত্তিক প্রত্যেক অনুষ্ঠানে ফুল অতিব প্রয়োজনীয় হয়ে পড়েছে। ফুলের চেয়ে ভালো উপহার আর কিছু নেই। পুষ্পমেলা শৌখিন ও বাণিজ্যিক ফুল চাষিদের বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফুলের সঙ্গে পরিচিত করবে। শুধু ফুল চাষিই না যারা শৌখিন ফুলপ্রেমী তারাও এ মেলায় এসে উপকৃত হবেন। একসঙ্গে অনেক ফুল এবং গাছ দেখে স্বল্পমূল্যে তারা গাছও সংগ্রহ করতে পরবেন।
প্রথম দিন থেকেই মেলায় বিভিন্ন বয়সের ফুলপ্রেমী দর্শনার্থীরা ভীড় করছেন। গাঁদা, বেলি, ডালিয়া, হাসনাহেনা, সূর্যমুখীর পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি ফুলের চারাও পাওয়া যাচ্ছে স্টলগুলোতে। পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে মেলার পরিসর বাড়ানোর প্রত্যাশা আয়োজকদের। ১০ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৮ জানুয়ারি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
আরএ