ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শূন্যরেখায় ৩১ রোহিঙ্গা, কসবায় সতর্কাবস্থানে বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
শূন্যরেখায় ৩১ রোহিঙ্গা, কসবায় সতর্কাবস্থানে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু সীমান্ত রেখায় অবস্থান করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে ।

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, শুক্রবার (১৮ জানুয়ারি) রাত থেকে কসবা কাজিয়াতলী সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। রোহিঙ্গাদের মধ্যে ছয়জন নারী, আটজন পুরুষ এবং ১৭ জন শিশু রয়েছে।

তারা দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ঘটনায় সর্তক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

এ বিষয়ে ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক জানান, বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক করা হবে। পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।