শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার চর কালকিনির মেঘনার বুকে জেগে ওঠা চর শামছুদ্দিন ও চর মার্টিনের বলিরপোলে এসব বিতরণের আয়োজন করা হয়।
কলেজছাত্র জুনাইদ সম্প্রতি চরাঞ্চল ও মেঘনার নদীর ভাঙনের শিকার ছিন্নমূল শিশুদের জন্য শীতবস্ত্র চেয়ে ফেসবুক স্ট্যাটাস ও খুদে বার্তার মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।
জুনাইদ ‘আলোকযাত্রা-কোস্টাল ইয়ুথ নেটওর্য়াক’র লক্ষ্মীপুরের টিম লিডার এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি কমলনগরের মাদ্রাসা শিক্ষক আবদুল হাদির (মুন্সি) ছেলে।
এর আগে, জুনাইদ তার ফেসবুকে লেখা-লেখির মাধ্যমে দুই ঈদে এই অঞ্চলের পাঁচ শতাধিক শিশুর মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করেন। এছাড়াও চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ারের ব্যবস্থা করেন।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মাহবুবে এলাহি সানি, বলিরপোল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা নুরুল করিম, বলিরপোল মডেল একাডেমির অধ্যক্ষ খুরশিদ আলম চৌধুরী, টেলিকম ব্যবসায়ী কামরুল ইসলাম সুমন, মাওলানা মো. ইব্রাহিম, তরুণ মো. বাবলু, ইস্রাফিল হোসেন, মো. ইব্রাহিম, মো. খোকন, মিল্লাত হোসেন, মো. হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এসআর/এসআরএস