শনিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
তাকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী নাসির বাংলানিউজকে জানান, জুরাইন রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয় ওই নারী। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাসিমার মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার ছেলে সুমন। তিনি জানান, তার মা প্রতিদিনের মতো সন্ধ্যার পরে হাঁটতে বেরিয়ে ছিল। কিন্তু জুরাইন এলাকায় তিনি কেন গিয়েছেন তা জানাতে পারেননি।
তিনি আরো জানান, তার বাবা মালয়েশিয়া প্রবাসী। তার দুই ভাই, অন্য ভাইও বাবার সঙ্গে প্রবাসে থাকে।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এজেডএস/এসএইচ