শনিবার (১৯ জানুয়ারি) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে হাফিজুর রহমানের সঙ্গে কতিপয় ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তবে এ ঘটনার জেরে হাফিজুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, শনিবার রাতে রঘুরামপুর বাজার এলাকায় অবস্থান করার সময় একদল যুবক হাফিজুরের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসএইচ