শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পাবনা-পাকশী বগামিয়া সড়কের বিবিসি বাজার সংলগ্ন রূপপুর কিন্টার গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, ঘটনার সময় পাবনা সুগার মিলের একটি আখ বোঝাই ট্রাক্টর লক্ষ্মীকুণ্ডার দিক থেকে মিলের দিকে যাচ্ছিল।
নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বাংলানিউজকে জানান, ফাইম নাটোর জেলার দয়রামপুর ধোপাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে। নিহত শিশুটির বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হওয়ায় তিন ভাইবোন নিয়ে মা মালা খাতুনের সঙ্গে রূপপুর গ্রামে নানা আপিল কসাইয়ের বাড়িতে থাকতো। তার মা ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকের কাজ করে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করতো।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান,নিহতের পরিবারের কোনো অভিযোগ না স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সুগারমিল কতৃপক্ষের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। কারও প্রতি কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়ায় তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসএইচ