ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশ-বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমেদ মুছু নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী বাংলানিউজকে জানান, শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জালিয়াপাড়া এলাকা থেকে তালিকাভুক্ত মাদকবিক্রেতা মুছুকে ইয়াবাসহ আটক করে বিজিবি।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিজিবির দুইটি দল মুছুকে নিয়ে ভোরে অভিযানে যায়। পুলিশ ও বিজিবি সদস্যরা টেকনাফের জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে উৎ পেতে থাকা মুছু বাহিনী পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ও বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে পালিয়ে যান মুছু বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন মুছু। পরে তাকে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত মাদকবিক্রেতা মুছুর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান কর্নেল আছাদুদ জামান।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।