ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
পাথরঘাটায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় স্বামীর রান্নাঘর থেকে তানিয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

রোববার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

তানিয়ার স্বামীর নাম ইমরান হোসেন।

তানিয়া হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইমরান পাথরঘাটা কলেজের একই শ্রেণিতে অধ্যয়নরত।  

পরিবারের বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর আবু বকর মিল্লাত বাংলানিউজকে জানান, সকালে শাশুড়ি পারভীন ব্যক্তিগত কাজে ঘর থেকে বের হন। কাজ শেষে ঘরে এসে পুত্রবধূ তানিয়াকে ঘরে না দেখে খোঁজ করলে রান্না ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে এলাকাবাসীর সহযোগিতায় তানিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানিয়া উপজেলার রুহিতা গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে।

বাংলানিউজকে তানিয়ার নানা আ. ছালাম অভিযোগ করে বলেন, তানিয়ার এসএসসি পরীক্ষার সময় থেকেই তাকে উত্ত্যক্ত করতো ইমরান। পরে পরীক্ষা শেষে তানিয়াকে তুলে নিয়ে যায় ইমরান। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তানিয়াকে আনা হলে সে হাজী জালাল উদ্দিন মহিলা কলেজে হোস্টেলে থেকে পড়াশুনা শুরু করে। সেখান থেকেও ইমরান তাকে তুলে এনে পার্শ্ববর্তী মঠবাড়িয়া থেকে নোটারির মাধ্যমে বিয়ে করে চট্টগ্রামে অবস্থান করে। সেখান থেকে কিছুদিন আগে পাথরঘাটা আসার পরেই এ ঘটনা ঘটে।  

পাথরঘাটা থানা পরিদর্শক (ওসি, তদন্ত) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, ইমরান ছেলেটি বখাটে। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণে এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।