ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
রাজশাহীতে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

রাজশাহী: রাজশাহীতে যাত্রীবাহী বাসচাপায় আবদুর রাজ্জাক (৫৫) নামে  ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপারকে আটক করা হয়েছে।

রোববার (২০ জানুয়ারি) দুপুরে নগরের কোর্ট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজ্জাক গোদাগাড়ী উপজেলার ফুলতলা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

 

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বাংলানিউজকে জানান, নগরের কোর্ট স্টেশন  এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রাজ্জাকের অটোরিকশাকে চাপা দেয়। এতে রাজ্জাক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছেন। তবে আটক করা হয়েছে ওই বাসের হেলপারকে। বাসটিকেও জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি মনসুর।

বাংলাদেশ সময়: ১৫৩৬ জানুয়ারি ২০, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।