ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
ঈশ্বরদীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে পাঁচ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের পর্দা নামবে।

রোববার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ওই ইউনিয়নের আসনা ফুটবল মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ।

সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বশীর আহম্মেদ বকুল, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকার, যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার, আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ, সমাজসেবক আনোয়ার হোসেন আনা সরদার প্রমুখ।

অনুষ্ঠানে ২০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে ১৩৩টি বিষয়ের ওপর প্রতিযোগিতা হবে। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয় ১০টি, মাধ্যমিক বিদ্যালয় পাঁচটি, বিএম কলেজ একটি, কিন্ডার গার্টেন দু’টি ও একটি ইবতেদায়য় মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে।  

অনুষ্ঠানে আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়, মাঝদিয়া উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসনা গোপালপুর রাহেলা খাতুন উচ্চ বিদ্যালয়, আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এয়ারপোর্ট একাডেমি স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্যসহ মনোমুগ্ধকর শৈল্পিক পরিবেশনা করে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় লোকজন অনুষ্ঠান উপভোগ করে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।