রোববার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামালের আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি তপন কুমার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সদরের ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশিদ, মৃনাল কান্তি রায় প্রমুখ।
মানববন্ধনে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, দেশের প্রচলিত আইন অমান্য করে জেলা শহরের শতবর্ষী চারটি কাঠবাদাম গাছ কাটার উদ্যোগ নেয় জেলা পরিষদ। গত কয়েকদিন ধরে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তরতাজা গাছগুলোর জীবন রক্ষা পায়। গাছ চারটির প্রকৃত মূল্য ৪ লাখ থেকে পাঁচ লাখ টাকা। তা গোপন টেন্ডারের মাধ্যমে এক লাখ ১১ হাজার টাকায় স্থানীয় পাইকারের কাছে বিক্রি করে তারা। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিলসহ জেলা প্রশাসক নাজিয়া শিরিনের কাছে স্বারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এনটি