তিনি বলেন, ফেরি সেক্টর একটি সেবামূলক খাত। ফেরিপথে যাত্রী ও যানবাহন পারাপার এবং নৌপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিআইডব্লিউটিসি’র কর্মকর্তাদের আরো বেশি আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
রোববার (২০ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মত বিনিময়ের সময় এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ ও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মফিজুল হক বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মতো উদ্যমী হয়ে আমরা কাজ করবো। উন্নয়নের ক্ষেত্রে দলবাজি, ব্যক্তিবাজি করা যাবে না। কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। সবাই সম্মিলিতভাবে দেশের উন্নয়ন করবো।
মতবিনিময় সভায় জানানো হয়, বিআইডব্লিউটিসি ৮টি ফেরি রুটে ৫০টি ফেরির মাধ্যমে ২০১৮-২০১৯ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১৫ লাখ ২৯ হাজার গাড়ি এবং এক কোটি ১০ লাখ ২৭ হাজার যাত্রী পরিবহন করেছে। বিআইডব্লিউটিসি আরো ১৯টি রুটে ফেরি চালানোর পরিকল্পনা করেছে।
সভায় আরো জানানো হয়, বিআইডব্লিউটিসি ২০০৯-২০১৮ সাল পর্যন্ত দশ বছরে ১৯টি ফেরি, ৪টি সি-ট্রাক, ১২টি ওয়াটার বাস, দু’টি যাত্রীবাহী জাহাজ ও ৪টি কন্টেইনারবাহী জাহাজ সংগ্রহ করেছে। আরো ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
আরএম/জেডএস