সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বড়বাড়িহাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়।
ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বাজারজাতের দায়ে তৃপ্তি বেকারিকে ২০ হাজার ও ইউসুফ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব বেকারি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোনো অনুমোদন ছাড়া এবয় মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই প্যাকেট করে খাদ্য সামগ্রী বিক্রি করে আসছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় মণ্ড করে টোস্ট তৈরি করছিল।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসআরএস