প্রত্যাহার হওয়া চার কর্মী হলেন- ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন, ফায়ারম্যান জামাল হোসেন, আলতাফ হোসেন ও শাহীন হাওলাদার।
বুধবার (২৩ জানুয়ারি) জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসক অজিয়র রহমান জানান, রেশন নিতে গিয়ে দুই সংস্থার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দিয়েছে। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত ফায়ার সার্ভিসের ৪ কর্মীকে প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট অধিদফতর।
এছাড়া খাদ্য অধিদফতরের কোনো সদস্য এই ঘটনায় দোষী কি-না সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে কেউ দোষী থাকলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গত ২১ জানুয়ারি রেশন দিতে গড়িমসি ও রেশন কম দেওয়ার অভিযোগ এনে খাদ্য অধিদফতরের কর্মীদের সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীদের হাতাহাতি, সংঘর্ষ ও খাদ্য অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমএস/এমএ