এই দু’জনকে নিয়োগ দিয়ে বুধবার (২৩ জানুয়ারি) পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ৭ জানুয়ারি অথবা যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ করা হয়েছে বলে আদেশে বলা হয়।
ফেরদৌস আহমেদ খান সরকারের সচিবের পদমর্যাদা ও বেতনে এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে উপ-সচিব পদমর্যাদায় গ্রেড-৫ স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
ফেরদৌস আহমেদ খান শেখ হাসিনা সরকারের আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পালন করেন।
অন্যদিকে ব্যারিস্টার শাহ আলী ফরহাদ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের সিনিয়র অ্যানালিস্ট। ২০১৪ সাল থেকে সিআরআইয়ের সঙ্গে কাজ করা ফরহাদ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটিরও সদস্য।
তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব হংকং থেকে আইনে স্নাতকোত্তর করেন। ২০১২ সালে বারিস্টার অ্যাট ল’ ডিগ্রি নেন ফরহাদ। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়নের উপ-কমিটির সদস্যও ছিলেন শাহ আলী ফরহাদ।
নিয়োগের পর শাহ আলী ফরহাদ সবার সহযোগিতা চেয়ে তার ফেসবুকে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলাম আজ। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাকে এই সম্মানজনক দায়িত্ব দেওয়ার জন্য। দায়িত্বটি বড়। সততা ও পরিশ্রমের মাধ্যমে নেত্রীর এই আস্থার প্রতিদান দিতে সবার দোয়া ও সহায়তা কামনা করছি। ’
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমআইএইচ/এমইউএম/এইচএ/