ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের উত্থান বিশাল অর্জন: মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
বাংলাদেশের উত্থান বিশাল অর্জন: মেয়র লিটন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন মেয়র খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, উন্নত সোনার বাংলা গড়ার স্বপ্নে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের মানুষ। দেশ স্বাধীন হওয়ার পর নানা ষড়যন্ত্রের যাতাকলে পড়েছিল দেশ। এসব কিছুর মধ্যে বাংলাদেশের বর্তমান উত্থান বিশাল অর্জন, বিস্ময়কর ও হিংসা করার মতো।

বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহী (বিসিএসআইআর) উদ্যোগে গত ২১ জানুয়ারি এ মেলা শুরু হয়েছিল।

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে। জীবনযাত্রার মান আগের যেকোন তুলনায় অনেক বেশি উন্নত। আগামী ১০ বছরে বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র লিটন বলেন, গর্বের বিষয় আমাদের সন্তানেরা এগিয়ে যাচ্ছে। তথ্য ও প্রযুক্তির বিষয়ে তারা অনেক এগিয়ে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকে হয়তো কেউ আগামী দিনের রাষ্ট্রনায়ক, কেউ বড় বিজ্ঞানী, কেউ সরকারি কর্মকর্তা হবে। তোমরা সুনাগরিক হিসেবে বড় হও-এই আমাদের কামনা।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহী পরিচালক ওবাইদুল হক হেলালীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার জামিলুর রহমান।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন মেয়র খায়রুজ্জামান লিটন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।