বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগী এলাকার মোসলেহ উদ্দিনের বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ওই সময় সেখানে কাজী মামুনুর রশিদ বাবলুও ছিলেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ডাকাতির প্রস্তুতি মামলায় কাজী মামুনুর রশিদ বাবুলকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআর/ওএইচ/