ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকসহ আটক ২ বিজিবি সদস্যদের হেফাজত আটক জীবন শেখ/ ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সীমান্তের পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে এসব অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন- রাজশাহীর দামকুড়া থানার চর মাঝাড়দিয়াড় পুরাতন স্কুলপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে শামীম রেজা (৩০) ও চর মাঝাড়দিয়াড় গ্রামের সেন্টু শেখের ছেলে জীবন শেখ (২৮)।

বিজিবি-১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আসিফ বুলবুল বাংলানিউজকে জানান, ভারতীয় সীমান্ত সংলগ্ন চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য মাঝাড়দিয়াড় পুরাতন স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদকবিক্রেতা শামীম রেজাকে আটক করেছেন। একই ফাঁড়ির অপর একটি দল চর মাঝাড়দিয়াড় পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ জীবন শেখকে আটক করেছেন।

এদিকে বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরের একটি টহল দল রাজশাহী মহানগরের মতিহার থানার জাহাজঘাট এলাকায় ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া পবা উপজেলার সোনাইকান্দি সীমান্ত ফাঁড়ির একটি দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা পালিয়েছেন।

তবে এসব অভিযানের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিজিবির অধিনায়ক আসিফ বুলবুল।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯ 
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।