ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি,৩ জনের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি,৩ জনের মরদেহ উদ্ধার লঞ্চের ফাইল ছবি

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছে ঐ পরিবারের আরেকটি শিশু।

শুক্রবার (২৫ জানুয়ারি) দিনগত গভীর রাতে বুড়িগঙ্গা নদীর তৈলঘাট বরাবর মাঝ নদীতে মানিক-৩ নামে একটি লঞ্চের সঙ্গে যাত্রীবাহী একটি খেয়া নৌকার ধাক্কা লেগে ডুবে যায়।  

এতে নৌকায় থাকা একই পরিবারের রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয় শুক্রবার রাতেই।

আর শনিবার (২৬ জানুয়ারি) সকালে রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।  

এদিকে এ ঘটনায় রোজিনার ছেলে আবিদ (৫) নিখোঁজ রয়েছেন।  

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ তাদের আত্বীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।