শনিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের আর্মড গার্ড কল্যাণ পরিষদের সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. আতিউর রহমান প্রমুখ।
দাবিসমূহ- অমানবিক ২৪ ঘণ্টা ডিউটি প্রত্যাহার করা, ৮ ঘণ্টা ডিউটি প্রচলন, ৮ ঘণ্টার বেশি ডিউটির জন্য ওভারটাইম দেওয়া, সাতটি ধাপে পদোন্নতির ব্যবস্থা, নিরাপত্তা ডিউটি ব্যতিত অন্য কাজ না করানো, সব ধরনের ছুটি উপভোগের বিধান, ব্যাংকের শাখায় রাতে নিরাপত্তাকর্মী ছাড়া অন্য কারো অবস্থান না করা, শ্রম আইন ২০১৫ অনুযায়ী নিরাপত্তাকর্মীদের ট্রেড ইউনিয়ন করার পূর্ণ অধিকার দেওয়া, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল ও হয়রানিমূলক বদলি বন্ধ করতে হবে।
বক্তারা অবিলম্বে দাবিসমূহ বাস্তবায়ন করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
টিএম/এএটি