ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রঙিন কার্ডে রেস্টুরেন্টগুলোকে গ্রেডিংয়ে আনা হবে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
রঙিন কার্ডে রেস্টুরেন্টগুলোকে গ্রেডিংয়ে আনা হবে

ধামরাই (ঢাকা): খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে হোটেল ও রেস্টুরেন্টগুলো সুবজ, নীল ও হলুদ কার্ডের মাধ্যমে তিনটি গ্রেডিং পদ্ধতির আওতায় আনা হবে।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে ধামরাই পৌর এলাকার আব্দুস সোবহান মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ, ভেজালমুক্ত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।

মূলত বাড়ি থেকেই শুরু করতে হবে এই সচেতনতা। পর্যায়ক্রমে স্কুলে শিক্ষার্থীদের সচেতনভাবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধের বিষয়ে আমি ও আমার মন্ত্রণালয় জিরো টলারেন্স আছে, জিরো টলারেন্সে থাকবো। আমাকে যেন কোনো লোভ আকর্ষণ করতে না পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. হাসিবুর রহমান (কাশেম)। এছাড়াও উপস্থিত ছিলেন ধামরাইয়ের পৌর মেয়র গোলাম কবির, স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।