ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
কক্সবাজারে সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজার সদরের ভারুয়াখালী এলাকা থেকে বোরহান উদ্দিন ওরফে ভুট্টো (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ উদ্ধার মরদেহ করেছে পুলিশ।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা,  দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ভুট্টোর মৃত্যু হয়েছে।

ভুট্টো কক্সবাজার সদরের ভারুয়াখালী এলাকার অহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকালে কক্সবাজার সদরের ভারুয়াখালীর লবণ মাঠে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপ-পরিদর্শক (এসআই) সনজিৎ চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, নিহত ভুট্টো চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলেও জানান এসআই সনজিৎ।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি, ২৬ ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।