ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে বাসচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
কালিহাতীতে বাসচাপায় নিহত ১

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় বাবলু মণ্ডল (৩৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ভ্যান চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৬ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু উপজেলার মাছোহাটা গ্রামের আব্দুল বারেকের ছেলে।


 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী দূরদিগন্ত পরিবহনের একটি বাস জোকারচর বাসস্ট্যান্ড অতিক্রমকালে যাত্রীসহ দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী বাবলু মণ্ডল মারা যান। গুরুতর আহতাবস্থায় ভ্যানের চালকসহ দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।