ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে লিনা রায় (২৩) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলায় জোবারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিনা উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের বিমল রায়ের মেয়ে ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্রী।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনন বাংলানিউজকে জানান, লিনা উপজেলার বড় মগড়া গ্রামে মামার বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানে বাড়িতে আসছিলেন। পথে আগৈলঝাড়া উপজেলায় জোবারপাড় এলাকায় পৌঁছালে লিনার ওড়না ভ্যানের চাকায় পেচিয়ে গলায় ফাঁস লেগে রাস্তার ওপর পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মানবতা ও দুস্থ কল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গৈলা এলাকায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।