ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে নানা আয়োজনে পুলিশ সপ্তাহ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
কক্সবাজারে নানা আয়োজনে পুলিশ সপ্তাহ উদযাপন .

কক্সবাজার: কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদযাপন করা হয়েছে । 

রোববার (২৭ জানুয়ারি) সকালে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ পৃথক শোভাযাত্রার আয়োজন করে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে শোভাযাত্রার উদ্বোধন করেন  ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।

এরপর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকেও পৃথক শোভাযাত্রা  বের করা হয়।

শোভাযাত্রাটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম (সদর সার্কেল), ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (ট্যুরিস্ট) ফখরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার বাবুল বনিক ( ট্রাফিক), সহকারী পুলিশ সুপার সাইফুল আহমেদ (ট্রেনিং)।

এছাড়াও কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলায় পুলিশ সপ্তাহ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সভায় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম বলেন, কক্সবাজার বেড়াতে এসে কোনো পর্যটক যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন, স্বাচ্ছন্দ্যে, নিরবিঘ্নে ঘুরাফেরা করতে পারে এ জন্য সব সময় ট্যুরিস্ট পুলিশকে সজাগ থাকতে হবে। এছাড়া সমুদ্র সৈকতসহ আশপাশে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতদেরও পর্যটকদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনোভাবেই যেন পর্যটকেরা হয়রানির শিকার না হন সেজন্য সবাইকে কাজ করে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুযারি ২৭, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।