রোববার (২৭ জানুয়ারি) নোয়াখালীর মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পরিদর্শনে এসে নদী ভাঙন ও বিদ্যুতের সমস্যাসহ দ্বীপবাসীর নানা সংকট দেখে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, হাতিয়ার মানুষ ভালো নেই।
এসময় তিনি আরও বলেন, হাতিয়ার মানুষের দুঃখের কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতিয়া আসার ইচ্ছে প্রকাশ করেছেন।
মন্ত্রী বলেন, হাতিয়ায় এখন আওয়ামী লীগের ঐক্যের সুবাতাস বইছে। ঐক্য না থাকলে উন্নয়নে ভাটা পড়ে। আজকের ঐক্য হাতিয়ার উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। হাতিয়াবাসীর দুঃখ নদী ভাঙন রোধ, বিদ্যুৎ লাইন স্থাপন ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে নদী ভাঙন রোধে ব্লক নির্মাণের আশ্বাস দেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, হাতিয়ার মানুষের চলাচলের সুবিধার জন্য নলটিরা ঘাট থেকে জাহাজমারা পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি ১৮ ফুট থেকে ২৪ ফুট চওড়া করা হবে। পাশাপাশি নিঝুম দ্বীপ যাওয়ার রাস্তাটি পাকাকরণ করা হবে।
তবে মন্ত্রী বলেন, এর জন্য ধৈর্য্য ধারণ করতে হবে। রাতারাতি কোনো কাজ সমাধান করা সম্ভব নয়। আমি জানি হাতিয়ার মানুষের সেই ধৈর্য্য আছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ্, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, পৌর মেয়র একেএম ইউসুফ আলী, নূর ইসলাম মালয়েশিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
** নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি প্রত্যাখ্যাত হয়েছে’
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
আরএ