ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ টন অবৈধ পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
বরিশালে ৩ টন অবৈধ পলিথিন জব্দ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের সাগরদী এলাকার আক্কেল আলী সড়কের একটি ভবনে অভিযান চালিয়ে প্রায় তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ পলিথিনের ওই গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়েছে। 

রোববার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পলিথিনের অবৈধ বাজার, বিক্রি এবং মজুদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগরদী চান্দুর মার্কেট এলাকার একটি ভবনে পলিথিনের গোডাউনে অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। এছাড়া আরও দুটি গুদামে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি গুদাম থেকেই বিভিন্ন ধরনের প্রায় তিন টন পলিথিন জব্দ করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

অভিযানে পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. তোতা মিয়াসহ বরিশাল মহানগর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।