ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলার চরফ্যাশনে আগুনে পুড়লো ২১ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
ভোলার চরফ্যাশনে আগুনে পুড়লো ২১ দোকান চরফ্যাশনে অগ্নিকাণ্ডে পুড়লো দোকান। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২১টি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের।

রোববার (২৭ জানুয়ারি) দিনগত রাতে পৌর শহরের জনতা রোডের একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চরফ্যাশন, লালমোহন ও তজুমদ্দিনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আগুনে একাধিক গার্মেন্টস, বই, পার্টসের দোকান, ডিপার্টমেন্টাল স্টোর ও কসমেটিক্সসহ ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলেও জানান ওসি এনামুল।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।