ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি : প্রতীকী

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোঃ আবুল হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫জন।

সোমবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার পান্নাবিল রাজার টিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা তাবলিগ জামাতের কর্মী বলে জানা গেছে।

আবুল হোসেন ঢাকা মিরপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

জানা গেছে, মানিকছড়ি থেকে একটি অটোরিকসা করে সবাই স্থানীয় ডাইনছড়ির একটি মসজিদে যাচ্ছিলেন। পথে রাজার টিলা নামক এলাকায় অটোরিকসাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এডি/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।