ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোজেশ্বর বাজারে ৪টি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
ভোজেশ্বর বাজারে ৪টি দোকান পুড়ে ছাই

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ভোজেশ্বর বাজারের বড় মসজিদ সংলগ্ন দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- রফিক ছৈয়ালের জুতার দোকান, বোরহান শেখের গার্মেন্টসের দোকান, সেকেন্দার চৌকিদারের খাবার হোটেল ও সবুজ মাদবরের জুতার দোকান।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি ক্ষতির পরিমাণ আরো বেশি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।