ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে যুক্তরাজ্যসহ দু’দেশের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
শেখ হাসিনাকে যুক্তরাজ্যসহ দু’দেশের অভিনন্দন

ঢাকা: টানা তৃতীয়বার সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (০১ ফেব্রুয়ারি) আলাদা অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েয়েছেন সুইস প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, চতুর্থবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এরআগে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।