ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
কিশোরগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক আটক ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গোলাম মেহেদী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গোলাম মেহেদীকে (১৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। মেহেদী সদরের মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে।

তিনি গুরুদয়াল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।  

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে মেহেদী ফেসবুকে ফেক আইডি খুলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া প্রশ্নপত্রের মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন। পরে গোয়েন্দা নজরদারির আওতায় এনে অবস্থান সনাক্ত করে তাকে আটক করা হয়।

মেহেদী ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। চক্রের বাকি সদস্যদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান লে. কমান্ডার বিএন এম শোভন খান।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯  
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।