ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উন্নয়নশীল দেশের তালিকায় এসেছে বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
উন্নয়নশীল দেশের তালিকায় এসেছে বাংলাদেশ

নীলফামারী: নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী শহরের প্রধান শহীদ মিনার প্রাঙ্গণে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে কাজ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ ধান উৎপাদনে চতুর্থ, শাক-সবজি উৎপাদনে তৃতীয়, আম উৎপাদনে সপ্তম এবং মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।