ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে সাইজিং মিলে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
নরসিংদীতে সাইজিং মিলে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি সাইজিং মিলে আগুন। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদী শহরের একটি সাইজিং মিলে (ছোট টেক্সটাইল মিল) আগুন লেগে সুতা ও মেশিনারিজসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। 

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌয়ালায় নদীবাংলা সাইজিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে ওই মিলে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন কারাখানায় রাখা সুতার বান্ডিলে লেগে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী, পলাশ ও মাধবদী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, কারখানাটি সরু এলাকায় অবস্থিত। এছাড়া আশপাশে কোনো রিজার্ভ ট্যাংক না থাকায় ‍ছিলো পানির সংকট। যার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে দমকল বাহিনীর।  

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণটা কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর এলাহী।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।